বাঁ হাতের জাদুতে ব্যাটারদের ভড়কে দেন মোস্তাফিজুর রহমান। স্লোয়ার-কাটারে বোকা বানিয়ে তুলে নেন একের পর এক উইকেট। ‘কাটার মাস্টার’ উপাধি পাওয়া বাংলাদেশের এই বাঁহাতি পেসার আজ ২৯ বছর পূর্ণ করেছেন। আইপিএলের চেন্নাই সুপার কিংস তাঁর জন্মদিনটা স্মরণ করেছে দারুণভাবে।
আইপিএলের ক্যারিয়ার-সেরা বোলিং এবারের টুর্নামেন্টেই করেছেন মোস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়ে অভিষেক ম্যাচ খেলতে নেমে ২৯ রানে ৪ উইকেট নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ধসিয়ে দিয়েছিলেন বাংলাদেশি পেসার।
মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং নামার মুহূর্তটার জন্যই হয়তো অপেক্ষায় ছিলেন ভক্ত। গতকাল আহমেদাবাদে ভারতের সাবেক অধিনায়ক ব্যাটিংয়ে নামলে সুযোগটা আর হাতছাড়া করলেন না সেই ভক্ত। নিজের উদ্দেশ্য হাসিল করতে ম্যাচের শেষ ওভারে ধোনিভক্ত নেমে পড়লেন মাঠে।
মেধাবী এবং তরুণ ক্রিকেটারদের ওপর আস্থা রাখার বিষয়টি মহেন্দ্র সিং ধোনির স্বভাবজাত। তাঁদের ভেতর থেকে দুর্দান্ত পারফরম্যান্স বের করে আনতে দক্ষ তিনি। এবারের আইপিএলে যেমন ভারতের সাবেক অধিনায়কের সংস্পর্শে বদলে গেছেন মোস্তাফিজুর রহমান।